প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। ফলে প্রাইম ব্যাংকের সম্মানিত গ্রাহকরা ব্র্যাক হেলথকেয়ারের বিভিন্ন হেলথ স্ক্রিনিং প্যাকেজে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের সুস্বাস্থ্য ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে ব্র্যাক হেলথকেয়ারের নির্ধারিত স্ক্রিনিং প্যাকেজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন জোয়ার্দ্দার তানভীর ফয়সল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন মো. রোকনুজ্জামান, সিনিয়র ম্যানেজার, হেড অব বিজনেস বিডি অ্যান্ড পার্টনারশিপ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ জাকারিয়া, হেড অব কাস্টমার প্রপোজিশন, প্রাইম ব্যাংক; এ.কে.এম. মঈন উদ্দিন শাহ, ডেপুটি ম্যানেজার, মার্কেট আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন, ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তাদের গ্রাহকদের জন্য লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ফলে গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি স্বাস্থ্যসচেতন জীবনযাত্রা গড়ে তুলতে সহায়তা করবে।
প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ব্র্যাক হেলথকেয়ারের হেলথ স্ক্রিনিং প্যাকেজে বিশেষ ছাড়
এ বিভাগের আরো খবর/p>