বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সনি-র‍্যাংগস এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার, রাজবাড়ী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৯ অক্টোবর, ২০২৫ ২০:০৪

সনি-র‍্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রকনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, রাজবাড়ী সদরে সনি-র‍্যাংগস এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার, এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড -এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোস্তফা ওয়াকি চৌধুরী (এফসিএ),সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম ও রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মোঃ রবিউল আলম, হেড অফ ডিলার সেলস মোঃ কাজী রফিকুল ইসলাম যৌথভাবে র‌্যাংগস ইলেকট্রনিক্স – রাজবাড়ী এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার -এর উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সম্মানিত ক্রেতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ। শো-রুমটির দায়িত্বে আছেন জনাব কে.এ শিহাব।

এখানে পাওয়া যাবে সনির আধুনিক প্রযুক্তির Sony BRAVIA OLED, 4K Google TV; Sony লেটেস্ট সিরিজের সব হোম অডিও ও ভিডিও সিস্টেম। থাকছে অফিসিয়াল LG 4K UHD, NanoCell TV; AI Inverter রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; NeoChef মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে Whirlpool, Electrolux, Kelvinator, Rangs, Hisense, Panasonic, সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার। উদ্বোধন উপলক্ষে থাকবে ৭দিনের আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরো অনেক চমক।

গত ৪০ বছর ধরে র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।

এ বিভাগের আরো খবর