বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা কাতার এয়ারওয়েজে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৪ অক্টোবর, ২০২৫ ১৭:৫২

ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের ভ্রমণে এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা দিতে কাতার এয়ারওয়েজের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট বুকিং দেওয়ার সময় ‘QRBRAC25’ প্রোমো কোড ব্যবহার করে বেস প্রাইসে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।৯ অক্টোবর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং কাতার এয়ারওয়েজের বাংলাদেশ ও নেপাল কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমাম এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই, কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সল হালিম, হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, লোকাল অ্যান্ড গ্লোবাল কর্পোরেটের ইউনিট হেড মুসাব্বির আহমেদ, হেড অব ক্রেডিট কার্ডস মিথিলা আলমগীর জুহি এবং হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম। কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিটাল অ্যান্ড মার্কেটিং অপারেশনস কো-অর্ডিনেটর তাসমিয়া মোস্তফা।টিকিট ক্রয়ের ক্ষেত্রে এই বিশেষ অফারটি চলবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত এবং ভ্রমণ করা যাবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। গ্রাহকরা আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার নির্দিষ্ট গন্তব্যে ইকোনমি ও বিজনেস ক্লাস উভয় টিকিটের ক্ষেত্রে এই ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।ডিসকাউন্ট পেতে গ্রাহকদের ফ্লাইট সার্চ করার আগে প্রোমো কোডটি টাইপ করতে হবে এই লিংকে:https://www.qatarairways.com/en-bd/offers/cug/brac-offer.html

ব্র্যাক ব্যাংক পিএলসি.:ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ২৯৮টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

এ বিভাগের আরো খবর