ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিংকে সাথে নিয়ে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষ তৈরিপোশাক রপ্তানি প্রতিষ্ঠান এমবিএম গ্রুপ। ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় আমি’ ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগের আওতায় ও ভিশনস্প্রিং -এর সহায়তায় এক মাসেরও বেশি সময় ধরে এমবিএম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কাটিং এজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার সকল কর্মীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। এই উদ্যোগের সমাপনী দিনে ব্যাংকটির সাথে দৃষ্টি দিবস উদযাপন করে এমবিএম গ্রুপ। উল্লেখ্য, প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়।
ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় আমি’ উদ্যোগের আওতায় কাটিং এজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ৪,৯১০ জন শ্রমিকের চোখ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে, যাদের মধ্যে ১,৮৯৬ জনের দৃষ্টি সংশোধনী চশমা ব্যবহারের প্রয়োজন পড়েছে। এদের মধ্যে ১,৫৭৩ জন ব্যক্তি জীবনে প্রথমবারের মতো চশমা ব্যবহার শুরু করেছেন। অনেকের জন্য এটি ছিল নতুন করে পৃথিবী দেখার মতো অভিজ্ঞতা। এর ফলে কর্মক্ষেত্রে তাঁদের উৎপাদনশীলতা যেমন বেড়েছে, তেমনি তাঁদের সামগ্রিক সুস্থতায় এসেছে বিরাট ইতিবাচক পরিবর্তন।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে কাটিং এজ কারখানায় চোখ পরীক্ষার এই উদ্যোগের প্রভাব নিয়ে একটি জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। জরিপে দেখা গেছে, চশমা পাওয়া শ্রমিকদের মাথাব্যথা ও চোখ জ্বালাপোড়া কমেছে, দৃষ্টিশক্তি পরিষ্কার হয়েছে এবং কাজে মনোযোগ বেড়েছে। কয়েকজন শ্রমিক তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে কীভাবে এই উদ্যোগটি তাঁদের কর্মজীবন ও ব্যক্তিজীবনে পরিবর্তন নিয়ে এসেছে, সেটি নিয়ে নতুন আশা ও আত্মবিশ্বাসের বিষয়টি ব্যক্ত করেন।
আয়োজনে ব্র্যাক ব্যাংক, এমবিএম গ্রুপ ও ভিশনস্প্রিং-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের চোখের যত্নে সচেতন হতে উৎসাহ দেন।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই অ্যান্ড কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, এফসিএ; রিজিওনাল কর্পোরেটের এরিয়া হেড–২ এস এম মুসাসহ অন্যান্য কর্মকর্তারা।
এমবিএম গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহরোজ জলিল, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর, সিইআইএল) সাগর কুমার পোদ্দার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (কমপ্লায়েন্স) জান্নাতুল ফেরদৌস ইভা।
ভিশনস্প্রিং-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিশা মেহজাবিন এবং অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে ভিশনস্প্রিং এমবিএম গ্রুপকে ‘ক্লিয়ার ভিশন ওয়ার্কপ্লেস’ সার্টিফিকেট প্রদান করে। এই স্বীকৃতি কারখানার প্রতিটি শ্রমিকের দৃষ্টি পরীক্ষা এবং তাঁদের জন্য প্রয়োজনীয় চশমার ব্যবস্থা করার মাধ্যমে একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার ব্যাপারে এমবিএম গ্রুপের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।
উল্লেখ্য, গত বছর থেকে এ পর্যন্ত ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং যৌথভাবে ব্যাংকটির তৈরিপোশাক শিল্পের কর্পোরেট গ্রাহক প্রতিষ্ঠানের প্রায় ৬০,০০০ শ্রমিকের চোখ পরীক্ষা সম্পন্ন করেছে।
একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের সিএসআর উদ্যোগগুলোকে এমনভাবে সাজায়, যেন সামাজিক সংকীর্ণতা এবং আর্থিক বাধা দূর করে প্রতিটি মানুষ সম্ভাবনার সঠিক বিকাশ ঘটাতে পারেন এবং একটি অর্থবহ জীবনযাপনের সুযোগ পান।
ব্র্যাক ব্যাংক পিএলসি.:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৯১টি শাখা, ১০০টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।