বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাম্পের প্রতিকৃতি খচিত মুদ্রা তৈরির পরিকল্পনা, খসড়া নকশা প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৪ অক্টোবর, ২০২৫ ২২:০০

আগামী বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মদিন উদযাপন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে অভিনব পরিকল্পনা করছে দেশটির ট্রেজারি বিভাগ। উভয় দিকেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের কয়েন তৈরি করার কথা ভাবছে তারা। খবর সিএনবিসি নিউজের।

এই মুদ্রার প্রথম খসড়া প্রকাশ করা হয়েছে। একদিকে ট্রাম্পের মুখায়ব এবং ‘ইন গড উই ট্রাস্ট’ শব্দগুলো লেখা। তার নিচে ১৭৭৬-২০২৬ সাল খচিত। মুদ্রার অন্য দিকে বিদ্রোহী চেহারার ট্রাম্পকে তার মুষ্টি উঁচিয়ে থাকতে দেখা যাচ্ছে। ২০২৪ সালে পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি যে ভঙ্গিতে ছিলেন এটি সেই প্রতিরূপ। এই পাশে গোলাকারভাবে লেখা ‘ফাইট ফাইট ফাইট ফাইট’। ট্রাম্প সেই হামলার ঠিক পরে তার সমর্থকদের উদ্দেশে তা বলেছিলেন। মুদ্রাটি দেশটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মোচনের কথা ভাবা হচ্ছে।

মুদ্রার এ স্কেচের বিষয়ে মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ বলেছেন, এখানে কোনো ভুয়া খবর নেই। আমেরিকার ২৫০তম জন্মদিন এবং ট্রাম্পকে সম্মান জানিয়ে এই খসড়াগুলো আসল। যুক্তরাষ্ট্রের সরকারের শাটডাউনে সৃষ্ট অচলাবস্থা শেষ হলে শিগগিরই আরও কিছু প্রকাশ করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তার নিজস্ব এক্স অ্যাকাউন্ট থেকে বিচের বার্তাটি পুনরায় পোস্ট করেছেন। ট্রেজারি মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছেন, বার্ষিকী উদযাপনের জন্য এক ডলার মুদ্রার চূড়ান্ত নকশা এখনো নির্বাচিত হয়নি।

মুখপাত্র এক্স-পোস্টে মুদ্রার নকশা জুড়ে দিয়ে বলেন, ‘যদিও যুক্তরাষ্ট্রের অর্ধ-পঞ্চম বার্ষিকী উদযাপনের জন্য এখনো এক ডলারের মুদ্রার চূড়ান্ত নকশা নির্বাচিত হয়নি - তবে প্রথম খসড়াটি আমাদের দেশ ও গণতন্ত্রের স্থায়ী চেতনাকে প্রতিফলিত করে, এমনকি প্রচুর বাধার মুখেও।’

ওয়াশিংটন পোস্টের মতে, বিদ্যমান মার্কিন আইন সাধারণত মুদ্রায় জীবিত মানুষের ছবি রাখা নিষিদ্ধ করে। এছাড়া ২০২০ সালের সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন আইনেও মানুষের আবক্ষ মূর্তি বা প্রতিকৃতি নিষিদ্ধ।

এ বিভাগের আরো খবর