গ্লোবাল ইসলামী ব্যাংকের চকরিয়া শাখা ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে নতুন ঠিকানা নূর মজিদ মার্কেট, আরাকান সড়ক, চকরিয়া পৌরসভা, চকরিয়া, কক্সবাজারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। পূর্বে এই শাখার কার্যক্রম চকরিয়া সিস্টেম কমপ্লেক্স, চকরিয়া, কক্সবাজার হতে পরিচালিত হতো। ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ শাহনূর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।