“গ্রাহকের আস্থায়, উন্নয়নের পথচলায়” এই শ্লোগানে চট্টগ্রামের মুরাদপুরে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শাখা নতুন ঠিকানায় যাত্রা শুরু করেছে। জুমাইরাহ ফেয়ারমন্ট ট্রেড সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ড. সুমন্ত কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোঃ মকবুল হোসেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ.কে.এম রিয়াজুল বাহারের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সর্বস্তরের গ্রাহক উপস্থিত ছিলেন।
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের নতুন শাখা চট্টগ্রামের মুরাদপুরে
এ বিভাগের আরো খবর/p>