দেশের সেরা ভোজ্যতেলের ব্র্যান্ড রূপচাঁদা আবারও সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড এর সম্মাননা পেল। এটি রূপচাঁদার পঞ্চম ধারাবাহিক স্বীকৃতি। এই অর্জন রূপচাঁদার দীর্ঘদিনের সুনাম, ভোক্তার আস্থা এবং ভোজ্যতেল শিল্পে নেতৃত্বের প্রমাণ বহন করে।
গত ২০ সেপ্টেম্বর, ২০২৫- এ রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রূপচাঁদা-সহ অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোকে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই অর্জন রূপচাঁদার প্রতি ভোক্তাগণের আস্থা এবং গুণগত মান ধরে রাখার প্রতিশ্রুতিকে আরও একবার প্রমাণ করল।
দীর্ঘদিন ধরে রূপচাঁদা শুধু ভোজ্যতেল নয়, বরং এক নির্ভরযোগ্য নাম হয়ে আছে দেশের লাখো পরিবারের কাছে। ভোক্তাদের আস্থা ও ভালোবাসার কারণেই ধারাবাহিকভাবে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করে আসছে ব্র্যান্ডটি।
এই সাফল্য আবারও প্রমাণ করে, দেশের সবচেয়ে আইকনিক ভোজ্যতেলের ব্র্যান্ড হিসেবে রূপচাঁদার অবস্থান অটল। ভোক্তার আস্থা ও ভালোবাসা নিয়েই রূপচাঁদা এগিয়ে চলেছে আর নির্ভরযোগ্য সঙ্গী হয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে “স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা।”