বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৩০তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৯

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৩০তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা গত ১৭ সেপ্টেম্বর, ২০২৫ইং রোজ বুধবার, সকাল ১১.০০ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম সভাপতিত্ব করেন। সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহন করেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান। এছাড়াও বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালকবৃন্দ মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, জনাব নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান (চয়োরম্যান, ঝুঁকি ব্যবস্থাপনা কমটি)ি, জনাব মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি), জনাব মোঃ নুরুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: সিঙ্গেল ক্লিক আইটি সল্যুশন (প্রা:) লিমিটেড), স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম, মঈন, আলম ফিরোজী (চয়োরম্যান, অডটি কমটি)ি এবং ড: মো: মজিবুর রহমান (পিএইচডি)। সভায় আরও সংযুক্ত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আবিদুর রহমান চৌধুরী এবং কোম্পানী সচিব জনাব মামুনুর রশীদ, এফসিএস। ব্যাংকের সম্মানিত উদ্যোক্তাগণ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন। সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোকপাত করা হয়। সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২৪ সালে ১১,৭২১.২৯ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে ব্যাংকের আমানতের পরিমান ৪১১,৩৪৩.৯০ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমান ৫৪৫,৮৫৮.৬০ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ০.৩২ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৩.৫৯ (সম্মিলিত)। ২০২৪ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ২৩.৯৪ গুন। ৩১শে ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে ব্যাংকের রেগুলেটরি মূলধনের পরিমান দাঁড়িয়েছে ৪১,৫৮২.০৯ মিলিয়ন টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করে। ব্যাংকের আয় অনুপাত ব্যয় ছিল ৩৮.৮৩% ।ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ৩১শে ডিসেম্বর ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর এবং ৩০শে জুন, ২০২৫ সালের অনিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদের জন্য ব্যাংকের ক্রেডিট রেটিং এএ (ডবল এ) এবং স্বল্প মেয়াদের জন্য এসটি-২ প্রদান করেছে।ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম, তাঁর বক্তব্যে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্নক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফা বৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ ক্রমান্বয়ে বাস্তবায়নেরও প্রতিশ্রুতি প্রদান করেন। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনের মাধ্যমে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত প্রেরণ করেন। তাঁরা চমৎকার পরিচালন ফলাফল, স্থিতিশীল লভ্যাংশ ঘোষনা এবং তথ্য-সমৃদ্ধ, সমন্বিত এবং আকর্ষনীয় বার্ষিক প্রতিবেদন-২০২৪ প্রকাশের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

এ বিভাগের আরো খবর