বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হায়ার হলো Asia Cup 2025-এর Gold Sponsor – গ্রাহকদের আরও কাছাকাছি আনছে ক্রিকেট

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩৩

Haier এবার এশিয়া কাপ ২০২৫-এর Gold Sponsor – ক্রিকেট এখন গ্রাহকদের আরও কাছাকাছি বিশ্বের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড Haier, টানা ১৬ বছর ধরে রয়েছে প্রথম অবস্থানে। এবার তারা গর্বের সঙ্গে যুক্ত হলো এশিয়া কাপ ২০২৫-এর গোল্ড স্পনসর হিসেবে। ক্রিকেট দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা, তাই এই অংশীদারিত্ব হায়ারের দীর্ঘমেয়াদী Sport-o-Tainment মার্কেটিং কৌশলের প্রতিফলন, যা তরুণ ও ক্রিকেটপ্রেমী গ্রাহকদের সঙ্গে তৈরি করবে গভীর সম্পর্ক।

এই অঞ্চলে ক্রিকেট শুধু একটি খেলা নয় – এটি কোটি মানুষের আবেগ। এই আবেগকে সম্মান জানিয়ে, Haier নিয়মিত বিশ্বমানের ক্রীড়া আসরে বিনিয়োগ করে আসছে, যেন গ্রাহকদের জন্য আসে এক্সাইটমেন্ট, বিনোদন ও স্মরণীয় অভিজ্ঞতা। এশিয়া কাপ ২০২৫-এর মাধ্যমে Haier আরও দৃঢ়ভাবে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে এবং ইনোভেটিভ ও consumer-first brand হিসেবে নিজের অবস্থানকে আরও শক্ত করবে, এমনটাই আশা করে প্রতিষ্ঠানটি৷ এই Sponsorship-এর অংশ হিসেবে Haier নিশ্চিত করেছে স্টেডিয়াম জুড়ে অন-গ্রাউন্ড ভিজিবিলিটি– যেমন বাউন্ডারি লাইন ব্র্যান্ডিং, wicket mat, toss mat এবং বিগ স্ক্রিন অ্যাক্টিভেশন। এই সব টাপয়েন্ট Haier-কে প্রতিটি রোমাঞ্চকর মুহূর্তে গ্রাহকদের চোখের সামনে নিয়ে আসবে।বিশ্বব্যাপী Haier-এর একটি সমৃদ্ধ স্পোর্টস মার্কেটিং পোর্টফোলিও রয়েছে, যেখানে অন্তর্ভুক্ত আছে বিশ্বের সেরা কিছু টুর্নামেন্ট – Indian Premier League (IPL), ICC Men’s T20 World Cup 2024, Champions Trophy এবং টেনিসের মর্যাদাপূর্ণ আসর যেমন Roland-Garros, ATP, US Open, French Open এবং Wimbledon। Asia Cup-এর মতো আইকনিক টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়ে Haier নিজেকে অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিতে আলাদা করে তুলেছে – মানুষের হৃদয় জয় করে, ব্র্যান্ড লয়ালটি শক্ত করছে এবং engagement-এর মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করছে। একইসঙ্গে Haier Bangladesh এই Sponsorship উপলক্ষে চালু করবে নানা রকম সোশ্যাল মিডিয়া engagement activities, যেখানে গ্রাহকরা মজার উপায়ে Asia Cup উদযাপনের সুযোগ পাবেন।

এ বিভাগের আরো খবর