জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় সাউথইস্ট ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাদের জন্য কো–ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এবং শিক্ষার্থীদের জন্য কো–ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করেছে।
শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তারা উপযুক্ত ক্রেডিট সীমাসহ আজীবন ফ্রি ক্রেডিট কার্ড পাবেন। অপরদিকে শিক্ষার্থীদের জন্য প্রিপেইড কার্ডে সহজ ব্যবহার ও অনলাইন লেনদেন সুবিধা থাকবে, যার মাধ্যমে তারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি প্রদানের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খাতে অর্থ প্রদান করতে সক্ষম হবেন। কো–ব্র্যান্ডেড এই কার্ডগুলোতে বিশ্ববিদ্যালয়ের লোগো সংযোজিত থাকবে।
সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আধুনিক ব্যাংকিং ও জীবনধারাভিত্তিক সেবা সহজীকরণের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম আব্দুর রব এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাসুম উদ্দিন খান স্বাক্ষর করেন।
অনুষ্ঠানটি বিকাল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কো–ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করা উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য প্রযুক্তিনির্ভর আর্থিক অন্তর্ভুক্তি এবং আধুনিক ব্যাংকিং সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্ড ডিভিশনের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সবুর খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশিকুজ্জামান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লজিস্টিকস এন্ড জেনারেল সার্ভিসেস ডিভিশন মোঃ মুসফিকুর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেমায়েতপুর শাখার শাখা প্রধান মোহাম্মদ মানিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।