বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেএফসি নিয়ে এলো ‘ইন্টারন্যাশনাল বার্গার ফেস্ট’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৪৮

গ্লোবাল ব্র্যান্ড কেএফসির একমাত্র বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি “ট্রান্সকম ফুডস লিমিটেড” ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সবার প্রিয় কেএফসি এবার নিয়ে এসেছে স্বাদের এক ভিন্নধর্মী রোমাঞ্চকর যাত্রা - ইন্টারন্যাশনাল বার্গার ফেস্ট। পাঁচটি ভিন্ন দেশের আন্তর্জাতিক মানের পাঁচটি ফ্লেভারের বার্গারের অনন্য স্বাদে নিজেকে মাতিয়ে তুলতে এখনই প্রস্তুত হয়ে যান।

প্রতিটি জিঙ্গার ভিন্ন ভিন্ন দেশের স্বাদ ও ফ্লেভারকে প্রতিনিধিত্ব করে। হট ন্যাশভিল জিঙ্গার, ক্যারিবিয়ান স্পাইসি জিঙ্গার, মাইটি মরক্কান জিঙ্গার, মেক্সিকান সালসা জিঙ্গার এবং চিজে ভরপুর ইতালিয়ান চিজি জিঙ্গার ভিন্ন ভিন্ন স্বাদে বার্গার প্রেমীদের দেবে নতুন অভিজ্ঞতা। সবগুলো জিঙ্গারে সিগনেচার হট ক্রিস্পি ফিলেতেই রয়েছে জিঙ্গারের আসল ম্যাজিক। ‘লিমো জিঙ্গার বক্স’ এই ফেস্টেরই একটি বিশেষ সংযোজন যেখানে প্রতিটি কাস্টমার সব বার্গার একইসাথে উপভোগ করতে পারবেন।

এই আন্তর্জাতিক স্বাদের জিঙ্গারগুলো এখন পাওয়া যাচ্ছে দেশের সব কেএফসি আউটলেটে ডাইন-ইন ও টেকঅ্যাওয়ের মাধ্যমে। ঘরে বসেই উপভোগ করতে চাইলে অর্ডার করুন KFC অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে: kfcbd.com/menu/burger-fest

ট্রান্সকম ফুডস লিমিটেড-এর সিইও অমিত দেব থাপা বলেন, “কেএফসির জিঙ্গার সর্বদাই বাংলাদেশি বার্গার প্রেমীদের ভালোবাসার শীর্ষ স্থানে রয়েছে। জিঙ্গারের প্রতি এই ভালোবাসা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। আমরা বিশ্বাস করি সবগুলো ইন্টারন্যাশনাল ফ্লেভারের সমন্বয়ে আমাদের এই বার্গার ফেস্ট সবার মন জয় করে নিবে”

এ বিভাগের আরো খবর