সপ্তাহজুড়ে লেনদেনে ঢাকার পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন নেমেছে তলানিতে। ক'মাস আগেও যেখানে গড় লেনদেন ছিল ৪০০ কোটি টাকার ঘরে তা কমতে কমতে নেমেছে ২০০ কোটি টাকায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সারা সপ্তাহের লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪ পয়েন্ট। ৪৭৮১ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বেড়ে হয়েছে ৪৭৮৫ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়া ভিত্তিক ডিএসইএস বেড়েছে ৮ পয়েন্ট এবং বাছাইকৃত ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৬ পয়েন্ট।
সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন নেমেছে তলানিতে। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১১ শতাংশের বেশি; ৩২৪ কোটি টাকার গড় লেনদেন কমে হয়েছে ২৮৬ কোটি টাকা।
লেনদেনের পাশাপাশি কমেছে ক্রয়-বিক্রয়ের শেয়ারের পরিমাণ। সপ্তাহ ব্যবধানে ঢাকার বাজারে ২১ শতাংশ শেয়ার কম লেনদেন হয়েছে।
ঢাকার বাজারে ২৩২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২৩ এবং অপরিবর্তিত আছে ৩৫ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে উল্লেখযোগ্য হারে। এক সপ্তাহে ব্যাংক খাতে শেয়ারের দাম কমেছে ২৬.৪২ শতাংশ। তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে দাম কমেছে ২১, বেড়েছে ৯ এবং অপরিবর্তিত আছে ৬ ব্যাংকের শেয়ারের দাম।
অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানে শেয়ারের দাম কমেছে ১০.৪৮ শতাংশ। সাধারণ বীমাখাতে শেয়ারের দর ৯ শতাংশের ওপর কমলেও জীবন বীমা খাতে দর বেড়েছে ৪.৭৯ শতাংশ।
এক সপ্তাহের লেনদেনে মিউচুয়াল ফান্ডে ইউনিটের দাম কমেছে ৪০ শতাংশের ওপরে। এছাড়া পাট, টেলিকম, পর্যটন এবং জ্বালানি খাতেও উল্লেখযোগ্য হারে দর হারিয়েছে পুঁজিবাজার।
সাপ্তাহিক লেনদেনে ভালো অবস্থানে আছে সিরামিক, করপোরেট বন্ড, চামড়া শিল্প, ওষুধ, চামড়া এবং টেক্সটাইল খাত। এরমধ্যে টেক্সটাইল খাতে সর্বোচ্চ ৪৪ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।
সারা সপ্তাহে ঢাকার বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বিচ হ্যাচারি। এছাড়া যথাক্রমে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং স্কয়ার ফার্মার শেয়ার লেনদেনের শীর্ষে আছে।
ডিএসই ব্লক মার্কেটে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড সর্বোচ্চ ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে। অন্যদিকে এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড ব্লক মার্কেটে ২১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
সারা সপ্তাহের দরবৃদ্ধিতে ঢাকার বাজারে শীর্ষ শেয়ার সোনারগাঁও টেক্সটাইল। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৪১ টাকা।
দরপতনে শীর্ষে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। এক সপ্তাহে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে প্রায় ১৫ শতাংশ।
ডিএসই'র সাপ্তাহিক শেয়ার বাজার পর্যালোচনা করে দেখা যায়, দরবৃদ্ধিতে শীর্ষ দশে থাকা বেশিরভাগই বি এবং জেড ক্যাটাগরির কোম্পানি। তালিকায় এ ক্যাটাগরির কোম্পানি মাত্র দুটি।
অন্যদিকে দরপতনে শীর্ষে দশে নয়টি কোম্পানিই এ ক্যাটাগরির। তালিকায় নেই লভ্যাংশ না দেয়া তৃতীয় শ্রেণীর জেড ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান।
চট্টগ্রামে পতন
ঢাকায় সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক সপ্তাহের ব্যবধানে সার্বিক সূচক কমেছে ৯২ পয়েন্ট। সপ্তাহজুড়ে চট্টগ্রামে লেনদেনে অংশ নেয়া ৩১৭ কোম্পানির মধ্যে বেশিরভাগরই দাম কমেছে।
১৪৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে ১৪৯ কোম্পানির দর পতন হয়েছে এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকার মতো সিএসইতেও শীর্ষ শেয়ারের তালিকায় বি ক্যাটাগরির কোম্পানির সোনারগাঁও টেক্সটাইল। এরপরেই দরবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে আছে বি ক্যাটাগরির আরেক কোম্পানি শাইনপুকুর সিরামিকস।
চট্টগ্রামের বাজারে সাপ্তাহিক লেনদেনে তলানিতে তাল্লু স্পিনিং মিলস, এনভয় টেক্সটাইল এবং আইসিবি মিউচুয়াল ফান্ড।
সপ্তাহজুড়ে সিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক এবং ওয়াল্টন হাইটেকের শেয়ার।