বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন 

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৯:২৯

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে গুণগত পেশাগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দক্ষতা ঘাটতি দূর করাই এই কর্মসূচির লক্ষ্য।

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে (বিএলএসডিসি) সফল প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ৪০ জন প্রশিক্ষণার্থী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির (সিভিডিপি) আওতায় (তৃতীয় পর্যায়) ৬০ দিনব্যাপী বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করে সনদ অর্জন করেন তারা।

গত ২২ ডিসেম্বর বিএলএসডিসি মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির (সিভিডিপি) উপ-প্রকল্প পরিচালক মো. তৌহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ তাইবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের (বিএলএসডিসি) ইনচার্জ মেজর (অব.) মো. গোলাম হায়দার।

অনুষ্ঠানে জানানো হয়, বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টে বিএলএসডি সেন্টারে দুই মাসব্যাপী (৩১২ ঘণ্টা) এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। সেখানে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস (লেভেল-২) বিষয়ে অংশগ্রহণকারীরা আধুনিক শিল্পের চাহিদা অনুযায়ী কার্যকর দক্ষতা অর্জন করেন।

এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য পদ্ধতি প্রয়োগ, পেশাগত পরিবেশে কার্যকর যোগাযোগ ও দলগত কাজের দক্ষতা, পাইপ ইনস্টলেশনের জন্য হাতিয়ার ও পাওয়ার টুল ব্যবহারের জ্ঞান, পাইপ জোড়া লাগানো, পানি সরবরাহ ও বর্জ্য জলের পাইপলাইন ইনস্টলেশন, প্লাম্বিং ফিক্সচার ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের ওপর প্রশিক্ষণ অর্জন করেন।

এ কর্মসূচিতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, যা অংশগ্রহণকারীদের শিল্পে কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে তুলেছে।

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে গুণগত পেশাগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দক্ষতা ঘাটতি দূর করাই এই কর্মসূচির লক্ষ্য।

এ বিভাগের আরো খবর