বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন ‘এসএস পাওয়ার-আই লিমিটেড’কে দেয়া পাঁচ বছর আগের আয়কর ছাড়ের সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২০১৯ সালের মার্চে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আয়কর) এক প্রজ্ঞাপনের অধীনে, এতদিন ধরে এসএস পাওয়ার-আই লিমিটেডকে প্রদত্ত ঋণ থেকে উদ্ভূত ফির আয়ে এই কর ছাড়ের সুবিধা দেয়া হয়েছে।
এনবিআর মঙ্গলবার এই আয়কর সুবিধা বাতিল সংক্রান্ত একটি সংবিধিবদ্ধ আদেশ (এসআরও) জারি করেছে। এতে জানানো হয়েছে, কোম্পানিটি আগামী বছরের জানুয়ারি থেকে এই কর সুবিধা আর পাবে না।
চট্টগ্রামে অবস্থিত এসএস পাওয়ার প্ল্যান্ট এর আগে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতেও কর ছাড়ের সুবিধা পেয়েছে।
রাজস্ব কর্মকর্তারা জানান, এস আলম গ্রুপের মতো অন্য কোনো ব্যবসায়ী গোষ্ঠীকে এর আগে এত ব্যাপক কর সুবিধা দেয়া হয়নি।
এক হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণ করা হয়। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর এটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যায়।
বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে বিনিয়োগ করা হয় প্রায় ২৬০ কোটি ডলার বা ২৮ হাজার কোটি টাকা। প্রকল্পটিতে এস আলম গ্রুপের অংশীদারত্বের পরিমাণ ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মালিকানায় রয়েছে চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজি।
স্থানীয়দের প্রতিবাদের কারণে শুরু থেকেই বিতর্কিত ছিল এই বিদ্যুৎকেন্দ্র।
তাছাড়া আওয়ামী লীগের শাসনামলে চট্টগ্রামভিত্তিক শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপ নানা সুযোগ-সুবিধা পায়। সাতটি ব্যাংকের পর্ষদের নিয়ন্ত্রণও তাদের হাতে চলে যায়। এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান এসব ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়ে বিদেশে অর্থপাচার করেছে বলে অভিযোগ রয়েছে।