পদ্মা ব্যাংকের বকশীগঞ্জ শাখার শীর্ষ ঋণখেলাপি ব্যবসায়ী ও শেরপুর চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি মো. আশরাফুল আলম সেলিম ফের গ্রেপ্তার হয়েছেন।
গত বুধবার ব্যাংকের বকশীগঞ্জ শাখা ও রিকভারি টিমের সহযোগিতায় সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার শেরপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।
পদ্মা ব্যাংক পিএলসির করা মামলায় জামালপুর অর্থঋণ আদালত সেলিমকে গ্রেপ্তারের আদেশ জারি করে। এই ঋণগ্রহীতাকে এর আগেও এনআই অ্যাক্ট মামলার সাজার অধীনে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর অর্থ পরিশোধের শর্তে বন্ড দিয়ে জামিনে বেরিয়ে আসেন তিনি। কিন্তু তারপরও তিনি ব্যাংকের পাওনা অর্থ পরিশোধ করেননি।
প্রসঙ্গত, তিয়াশা মিনি অটো রাইস মিলের স্বত্বাধিকারী আশরাফুল আলম সেলিমের কাছে সুদে-মূলে পদ্মা ব্যাংক পিএলসির পাওনা প্রায় ২৮ কোটি টাকা। সংবাদ বিজ্ঞপ্তি