বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বহিরাগত আন্দোলনকারীদের বাধায় ৪৫ পোশাক কারখানা বন্ধ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২০

বিজিএমইএ পরিচালক শোভন ইসলাম বলেন, ‘শনিবার সারাদেশের অধিকাংশ কারখানা চালু থাকলেও আশুলিয়া এলাকায় বেতন পরিশোধ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। আগামীকাল রোববার থেকে সব পোশাক কারখানায় উৎপাদন পুরোপুরি শুরু হবে।’

পোশাক কারখানা সচল রাখতে ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও চলমান শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া ও বাইপাইল এলাকার প্রায় ৪৫টি কারখানা শনিবার বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

তবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আগামীকাল রোববার থেকে সব পোশাক কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে।

ইউএনবির সঙ্গে আলাপকালে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম শিল্প উৎপাদনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও শিল্প পুলিশের প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের কারখানাগুলোর নিরাপত্তা দিতে সেনাবাহিনী ও শিল্প পুলিশের ভূমিকার প্রশংসা করি।’

শনিবার সকালে সব পোশাক কারখানা খুলে দেয়া হলেও বহিরাগত আন্দোলনকারীদের বাধার কারণে সকাল ১০টার মধ্যে ৪৫টি কারখানা আবারও বন্ধ করতে হয়।

বিজিএমইএ পরিচালক শোভন ইসলাম বলেন, ‘শনিবার সারাদেশের অধিকাংশ কারখানা চালু থাকলেও আশুলিয়া এলাকায় বেতন পরিশোধ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে বিজিএমইএ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।’

আগামীকাল রোববার থেকে পোশাক কারখানাগুলোতে উৎপাদন পুরোপুরি শুরু হবে এবং অস্থিরতা ধীরে ধীরে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেনাবাহিনী, শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থা, কারখানা মালিক এবং আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সমন্বয়ে একটি সমন্বয় সেল প্রতিষ্ঠা করেছে বিজিএমইএ। এলাকাভিত্তিক এই সেটআপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নিরাপত্তাহীনতা বা অস্থিরতার যেকোনো ঘটনা দ্রুত মোকাবিলা করা যায় এবং তা কারখানার কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করে।

এ বিভাগের আরো খবর