অর্থ মন্ত্রণালয় ও এর বিভিন্ন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে তাদের এক দিনের বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বাসস।
সরকারি এক বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগসহ অর্থ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারী দেশে চলমান ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তার জন্য তাদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।
নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও ফেনীসহ জেলার কয়েকটি জেলায় অতি বৃষ্টি ও উজান থেকে আসা পানির ঢলে ভয়াবহ বন্যা চলছে।
দেশের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী সমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ শ্রেণি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ ত্রাণসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।