বাংলাদেশ ব্যাংকে একের পর এক বিক্ষোভ আর পদত্যাগের দাবির প্রেক্ষাপটে অবশেষে পদত্যাগ করেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এর আগে একজন ডেপুটি গভর্নর ও চারজন শীর্ষ কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করেন আন্দোলনকারী ব্যাংকের কর্মকর্তারা।
ব্যাংক বন্ধের দিন হলেও শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন আব্দুর রউফ তালুকদার।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শুক্রবার বেলা ৩টার দিকে গভর্নর তার এক পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন।
তবে এ বিষয়ে সচিব আবদুর রহমান খান কোনো মন্তব্য করেননি। পরে এ বিষয়ে আব্দুর রউফ তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে যাননি আব্দুর রউফ তালুকদার। খোঁজ নিয়ে যানা যায়, গভর্নর বাসভবনেও তিনি নেই।
গভর্নরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, বিষয়টি তার জানা নেই।