বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংক লেনদেনে রোববার থেকে নতুন সূচি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৭ জুলাই, ২০২৪ ১৮:৫৪

নতুন সূচি অনুযায়ী রোববার থেকে মঙ্গলবার অর্থাৎ চলতি সপ্তাহের প্রথম তিনদিন ব্যাংকে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। অর্থাৎ এই তিনদিন ব্যাংকের লেনদেন চলবে মোট পাঁচ ঘণ্টা করে। তবে ব্যাংকগুলো তাদের নিজস্ব কাজ গোছানোর জন্য আরও ৩০ মিনিট খোলা রাখতে পারবে।

শঙ্কার সপ্তাহ পার করে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। গত সপ্তাহে কারফিউ জারির পর রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখা হয় দেশের সব সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যাংক।

সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার অবশ্য চার ঘণ্টা করে চালু রাখা হয় অফিস। পাশাপাশি বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ব্যাংকের লেনদেন। তাতে উপচেপড়া ভিড় ছিলো ব্যাংকের শাখাগুলোতে।

চলতি সপ্তাহের প্রথম তিনদিনের জন্য নতুন অফিস সময়সূচি দিয়েছে সরকার। সে সঙ্গে ব্যাংকগুলোর জন্যও নতুন সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন সূচি অনুযায়ী রোববার থেকে মঙ্গলবার অর্থাৎ চলতি সপ্তাহের প্রথম তিনদিন ব্যাংকে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। অর্থাৎ এই তিনদিন ব্যাংকের লেনদেন চলবে মোট পাঁচ ঘণ্টা করে।

তবে ব্যাংকগুলো তাদের নিজস্ব কাজ গোছানোর জন্য আরও ৩০ মিনিট খোলা রাখতে পারবে তাদের কার্যালয়। অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যগুলোকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে সাধারণ ছুটি ঘোষণার কারণে টানা তিন দিন ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ ছিলো। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার কারণে স্থবির হয়ে পড়ে পুরো দেশের আর্থিক কর্মকাণ্ড। কারফিউ জারির পাশাপাশি ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ায় ব্যাহত হয় ডিজিটাল ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং সেবা। এমনকি এটিএম বুথ থেকেও অর্থ উত্তোলন ছিল প্রায় বন্ধ।

এদিকে ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় বিদেশ থেকে রেমিট্যান্স প্রবাহেও ভাটা পড়েছে। পাশাপাশি ব্যাহত হয়েছে আমদানি-রপ্তানির প্রায় সব ধরনের কার্যক্রম।

এ বিভাগের আরো খবর