ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অষ্টম তলায় ২২ থেকে শুরু হয় ২৫ দিনব্যাপী বসুন্ধরা চা ‘মন কী যে চা’য়!’ ক্যাম্পেইন।
এ ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন ১৫ হাজারেরও বেশি চাপ্রেমী।
বসুন্ধরা চা ‘মন কী যে চা’য়!’ ক্যাম্পেইনের স্টলে এসে বসুন্ধরা চা উপভোগ করে মূল্যবান মতামত প্রকাশ করেন সবাই। ক্যাম্পেইনের অংশ হিসেবে চাপ্রেমীরা শেয়ার করেন ‘মন কী যে চা’য়!’ তথা তাদের একান্ত ভবিষ্যৎ পরিকল্পনা।
ভাবনার গুরুত্ব ও বলার ভঙ্গির ওপর মূল্যায়ন করে তাদের মধ্য থেকে বাছাইকৃত ২৫ জন পান বসুন্ধরা চায়ের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।
প্রথম ধাপে ১৪ জন বিজয়ীকে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ক্যাম্পেইন স্টলে পুরস্কার দেয়া হয় গত ১২ জুন। অবশিষ্ট বিজয়ীদের ১ লা জুলাই বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট অফিস বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়াটার্স-২-এ বেলা সাড়ে ১১টার দিকে পুরস্কার প্রদান করা হয়।
বসুন্ধরা চা ‘মন কী যে চা’য়!’ ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শেখ এহসান রেজা, চিফ হিউম্যান রিসোর্স অফিসার, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ, এম. এম. জসীম উদ্দীন, সি ও ও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ, মো. রেদোয়ানুর রহমান, হেড অফ সেলস, বসুন্ধরা এলপি গ্যাস ও বসুন্ধরা ফুড, সুমন কুমার কুন্ডু, এজিএম, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ।