২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে সরকার ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করেছে, যা চলতি অর্থবছরের চেয়ে ২ হাজার ৬০০ কোটি টাকা কম। তাই নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেন, আগামী বছরে তাদের সেই সুযোগ কমতে চলেছে।
চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে ১৮ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে সরকারের ব্যাংক ঋণের এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সরকার ঘাটতি বাজেট পূরণের লক্ষ্যে অভ্যন্তরীণ খাত হিসেবে সঞ্চয়পত্র বিক্রি করে অর্থ সংগ্রহ করে থাকে। গত কয়েক বছরে ধরে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে নানা শর্ত ও কড়াকড়ি আরোপ করার কারণে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিবর্তে আগের সঞ্চয়পত্র বিক্রি করে টাকা তুলে নিয়ে গেছেন অনেকে।
এরই ধারাবাহিকতায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) সঞ্চয়পত্রের নিট বিক্রির ঋণাত্মক পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৮৯২ কোটি টাকা। অর্থাৎ সঞ্চয়পত্র ক্রয়ের পরবির্তে আগের বিনিয়োগ তুলে নেয়া হয়েছে। তাই আগামী অর্থবছরের বাজেটে নতুন করে সঞ্চয়পত্র বিক্রিই কমিয়ে দেয়া হল।