বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বর্ণের দাম এক দিনের ব্যবধানে ফের বাড়ল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ মে, ২০২৪ ২৩:১০

বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৭৩৫ টাকা বাড়ানো হয়েছে। সে হিসাবে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। এই দাম সোমবার থেকে কার্যকর হবে।

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। একদিনের ব্যবধানে ভরিতে বাড়ানো হয়েছে ৭৩৫ টাকা। সে হিসাবে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, টানা ৮ দফা দাম কমার পর শনিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা নির্ধারণ করে বাজুস।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৯০ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

এ বিভাগের আরো খবর