বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঋণ পুনঃনির্ধারণের নিয়ম মূল্যস্ফীতিকে বাড়িয়ে তুলছে: ড. ফরাসউদ্দিন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ মে, ২০২৪ ২২:২৯

সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন বাংলাদেশ ব্যাংকের বিধিবিধানের দুর্বলতার সমালোচনা করেন এবং অর্থ পাচারের বিষয়ে সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। যাকে তিনি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে বর্ণনা করেন।

ঋণ পুনঃনির্ধারণের অব্যাহত নিয়মের ফলে দেশে মূল্যস্ফীতির হার প্রায় ১০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেছেন, ‘উচ্চ মূল্যস্ফীতি থেকে মুক্তি পেতে এটি বন্ধ করা উচিত।’

বৃহস্পতিবার পল্টনে অনুষ্ঠিত ‘কনভারসেশন উইথ দ্য ইকোনমিক রিপোর্টার্স ফোরাম’-এ ড. ফরাসউদ্দিন পুনঃনির্ধারণকৃত ঋণে তারল্য আটকে থাকার ক্ষতিকর নিয়মের ওপর জোর দেন, যা অর্থ সঞ্চালনকে সমর্থন করতে ব্যর্থ হয়।

ড. ফরাসউদ্দিন বাংলাদেশ ব্যাংকের বিধিবিধানের দুর্বলতার সমালোচনা করেন এবং অর্থ পাচারের বিষয়ে সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। যাকে তিনি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে বর্ণনা করেন।

মূল্যস্ফীতি মোকাবিলায় বর্তমান কৌশলের অকার্যকারিতা সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, ‘অন্যান্য দেশের বিপরীতে বাংলাদেশ প্রায় ১০ মাস ধরে মূল্যস্ফীতির হার ১০ শতাংশের কাছাকাছি নিয়ন্ত্রণ করতে লড়াই করছে।

‘বিশ্বের সব দেশেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু আমরা পারিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের তদারকি পদ্ধতি পরিবর্তন করতে হবে।’

পরোক্ষ তদারকি পদ্ধতির ওপর নির্ভরতার পরিবর্তে আরও সরাসরি তদারকির পক্ষে জোর দেন তিনি।

সামাজিক বৈষম্যের উল্লেখ করে এই সাবেক গভর্নর পুঁজিবাদী অর্থনীতির বিকাশ এবং উদারতা হ্রাস ও ক্রমবর্ধমান বৈষম্যের সঙ্গে এর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ধনী ও দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান কমাতে অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

ব্যাংক একীভূতকরণের বিষয়ে ড. ফরাসউদ্দিন বলেন, ‘এ জাতীয় সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে হওয়া উচিত, জোর করে নয়; যা বিশ্বব্যাপী প্রচলিত অনুশীলনকে প্রতিফলিত করে।

‘বিডিবিএল, বেসিক ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) একীভূত করার সিদ্ধান্ত অপ্রয়োজনীয় ছিল। কারণ এসব ব্যাংক বিশেষ প্রয়োজনে প্রতিষ্ঠা করা হয়েছে।’ সূত্র: ইউএনবি

খেলাপি ঋণ এবং স্বল্পমেয়াদি আমানতের উচ্চ পরিমাণের কারণে ব্যাংকিং সমস্যার কথা তুলে ধরে তিনি বিভিন্ন মাত্রার ঋণখেলাপিদের প্রতি অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়ার সমালোচনা করেন।

তিনি বলেন, ‘খেলাপিরা যদি অনেক বড় হয়ে যায় তাহলে সেটি একটি সমস্যা। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ঋণ আদায় করতে হবে।’

ড. ফরাসউদ্দিন তার সমাপনী বক্তব্যে খাদ্য মূল্যস্ফীতির বিষয়টি তুলে ধরেন এবং ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির জন্য অসাধু খাদ্য কর্মকর্তা ও মিল মালিকদের দায়ী করেন। দেশে স্বস্তি আনতে সরকারি গুদামগুলোতে খাদ্য মজুদ বাড়াতে সরকারকে বিশেষ ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন তিনি।

এ বিভাগের আরো খবর