বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টানা অষ্টমবারের মতো কমল স্বর্ণের দাম, ভরি ১০৯১৬৩ টাকা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২ মে, ২০২৪ ১৯:৩০

দেশের বাজারে এর আগে ২৩, ২৪, ২৫, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সাত দফা স্বর্ণের দাম কমানো হয়। সবশেষ বৃহস্পতিবার দাম কমানো হয়েছে। আট দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে মোট কমল ১০ হাজার ২৬২ টাকা।

দেশের বাজারে বিগত দশদিনে টানা অষ্টমবারের মতো কমেছে স্বর্ণের দাম। সবশেষ বৃহস্পতিবার (২ মে) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) কমানো হয়েছে এক হাজার ৮৭৮ টাকা। সে হিসাবে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ নয় হাজার ১৬৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার এই ঘোষণা দিয়ে বলেছে, নতুন নির্ধারিত দাম শুক্রবার থেকে কার্যকর হবে। একইসঙ্গে জানানো হয়েছে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের বাজারে এর আগে ২৩, ২৪, ২৫, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সাত দফা স্বর্ণের দাম কমানো হয়। সবশেষ বৃহস্পতিবার অষ্টম দফা দাম কমানো হলো।

৩০ এপ্রিল ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমানো হয় ৪২০ টাকা। তার আগে ২৯ এপ্রিল ১ হাজার ১১৫ টাকা, ২৮ এপ্রিল ৩১৫ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা এবং ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়।

এখন আবার দাম কমানোর মাধ্যমে আট দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে মোট ১০ হাজার ২৬২ টাকা কমল।

এ বিভাগের আরো খবর