বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মে দিবস: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ 

  • প্রতিনিধি, বেনাপোল (যশোর)   
  • ১ মে, ২০২৪ ১২:১২

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম বলেন, ‘ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।’

মে দিবস উপলক্ষে বুধবার যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে, তবে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মে দিবস উপলক্ষে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি সচল হবে। ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তাকর্মীদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম বলেন, ‘ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।’

এ বিভাগের আরো খবর