আইফোনের মাধ্যমে স্মার্টফোন বাজারে অবৈধ একাধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট অ্যাপলের নামে মামলা করেছে দেশটির বিচার বিভাগ।
প্রতিযোগিতার পথ বন্ধ করা ও ভোক্তাদের ওপর অতিরিক্ত মূল্যের ভার চাপানোর অভিযোগে স্থানীয় সময় বৃহস্পতিবার এ মামলা করা হয় বলে জানিয়েছে এএফপি।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, মামলায় ক্রেতাদের অপেক্ষাকৃত কম দামের স্মার্টফোন ও ডিভাইসে যাওয়া কঠিন করে শত শত কোটি ডলারের বাণিজ্য করার অভিযোগ আনা হয়েছে অ্যাপলের বিরুদ্ধে।
এ মামলার মধ্য দিয়ে প্রথমবারের মতো ওয়াশিংটনের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হলো প্রায় অর্ধশতক ধরে মোটা দাগে যুক্তরাষ্ট্র সরকারের কড়া নজরদারির বাইরে থাকা অ্যাপলের। স্টিভ জবসের হাত ধরে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিটি।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক অন্য তিন টেক জায়ান্ট অ্যামাজন, গুগল ও মেটার নামে একই ধরনের মামলা হয় যুক্তরাষ্ট্রে।
এদিকে মামলার খবরে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে অ্যাপলের শেয়ারের দরপতন হয় তিন দশমিক ৭৫ শতাংশ।