বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইফতার সেহরি কিংবা ঈদ শপিং, যাতায়াত হোক ঝামেলামুক্ত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ মার্চ, ২০২৪ ১২:৩৪

একাধিক জায়গায় গিয়ে কেনাকাটার জন্য বেছে নিতে পারেন রেন্টালস সার্ভিস। এ সার্ভিসের আওতায় ১০ ঘণ্টার জন্য রাইডশেয়ারিংয়ের গাড়ি আপনি নিজের সঙ্গে রাখার সুযোগ পাবেন।

পবিত্র রমজান মাস শেষেই মুসলমানরা মেতে উঠবেন ঈদের আনন্দে। যার কেনাকাটাও শুরু হচ্ছে রমজান থেকেই।

বাংলাদেশে রমজান মাসের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো পরিবার বা বন্ধুদের সঙ্গে ইফতার ও সেহরি করা, তবে ইফতারের সময় বা এর আগমুহূর্তে রাস্তার প্রচণ্ড জ্যামের মধ্যে গাড়ি খুঁজে পাওয়া কষ্টকর হতে পারে। আবার, সেহরির সময় রাস্তা থাকতে পারে ফাঁকা, নিরাপত্তা নিয়েও থাকতে পারে চিন্তা।

এসব সমস্যার সহজ ও নির্ভরযোগ্য সমাধান হতে পারে উবারের মতো রাইডশেয়ারিং সার্ভিসগুলো।

পুরান ঢাকায় ইফতার কিংবা মাওয়া ঘাটে তাজা ইলিশ দিয়ে সেহরি, আপনার পরিকল্পনা যাই হোক না কেন, এসব সার্ভিস আপনাকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। সুবিধাজনক এসব সার্ভিস দিন রাতের যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে বুক করা যায়।

দ্রুত ও একা চলাচলের জন্য আছে মটো সার্ভিস। দুই বা তিনজন যাতায়াতের জন্য সিএনজি সার্ভিস উপযুক্ত। পরিবার বা বন্ধুরা মিলে একত্রে কোথাও যাওয়ার জন্য এক্স বা প্রিমিয়ার চমৎকার। বড় দল নিয়ে বেরোতে চাইলে আছে এক্সএল সার্ভিস। আবার শহরের বাইরে কোথাও ইফতার বা সেহরিতে যেতে চাইলে বেছে নিন ইন্টারসিটি সার্ভিস।

রাউন্ডট্রিপ ফিচার ব্যবহার করলে এই গাড়ি আপনার সঙ্গে নিজের ব্যক্তিগত গাড়ির মতোই অপেক্ষা করবে, আবার আপনাকে বাড়িতে ফেরতও নিয়ে যাবে।

ঈদের কেনাকাটার যাতায়াতে রাইডশেয়ারিং

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর আসছে আর কিছুদিন পরেই। এ উপলক্ষে প্রিয়জনকে উপহার দিতে পছন্দ করেন সবাই। সেই সঙ্গে নিজের জন্যও অনেকে কেনাকাটা করেন। ব্যস্ত এ জীবনে প্রায় সবারই চেষ্টা থাকে একদিনেই যতটা সম্ভব কেনাকাটা সেরে ফেলার, কিন্তু ব্যক্তিগত গাড়ি না থাকলে বিভিন্ন শপিং মলে ঘোরাঘুরি করে কেনাকাটা করাটা বেশ ঝক্কির ব্যাপার।

এমন সমস্যার সহজ সমাধানে সহজ ও কম খরচে যাতায়াতের জন্য রাইডশেয়ারিং সার্ভিসগুলো চমৎকার। একাধিক জায়গায় গিয়ে কেনাকাটার জন্য বেছে নিতে পারেন রেন্টালস সার্ভিস। এ সার্ভিসের আওতায় ১০ ঘণ্টার জন্য রাইডশেয়ারিংয়ের গাড়ি আপনি নিজের সঙ্গে রাখার সুযোগ পাবেন। কাজেই কেনাকাটা করতে আপনি নিউমার্কেট এলাকায়ই যান কিংবা বসুন্ধরা আবাসিক এলাকায়ই যান, গাড়ি আপনার জন্য অপেক্ষা করে থাকবে, ঠিক আপনার ব্যক্তিগত গাড়ির মতোই।

তা ছাড়াও, নিরাপত্তাকে রাইডশেয়ারিং সার্ভিসগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সার্বক্ষণিক জিপিএস ট্র্যাকিং, লাইভ লোকেশন শেয়ারিং, চালকের নাম, ছবি, রেটিং ইত্যাদি জানানো, সেইফটি টুলকিট, হটলাইন, ইন্স্যুরেন্স পলিসিসহ নানা ধরনের নিরাপত্তার ফিচার এখানে রয়েছে। তাই নিজের নিরাপত্তা নিয়েও আপনি থাকতে পারেন নিশ্চিন্ত।

এ বিভাগের আরো খবর