বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চালের দাম বাড়ায় পাইকার ও খুচরা বিক্রেতাদের দুষছেন মিল মালিকরা

  •    
  • ২৬ জানুয়ারি, ২০২৪ ১৯:১০

চাঁপাইনবাবগঞ্জ চালকল মিল মালিক গ্রুপের সহ-সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘মিল গেটে যেটুকু বেড়েছিলে, তা আবার কমানো হয়েছে। কমবেশি কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছিল, আবারেও দুই টাকা করে কমানো হয়েছে। মিল থেকে মিনিটেক চাল এখন বিক্রি হচ্ছে ৬২ টাকা কেজি যা বেড়ে ৬৪ টাকা হয়েছিল। দাম বৃদ্ধির আগে তা ৬১ টাকা ছিল।’

কম দামে চাল কিনে বাড়তি দামে বিক্রি করে পাইকার ও খুচরা বিক্রেতারা চালের বাজার অস্থিতিশীল করে তুলেছেন বলে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের চালকল মিল মালিকদের।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চালকল মিল মালিক গ্রুপ ও জেলা মিল মালিক ও ধান-চাল সমিতির নেতারা। সেখানে এমন অভিযোগ তোলেন তারা।

চালের বাজার স্থিতিশীল রাখতে দাম কমানোর কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে জেলা চালকল মিল মালিক গ্রুপের সহ-সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম কিছুটা বাড়লেও আমরা গত কয়েকদিন থেকে চালের দাম অনেকটাই কমিয়েছি। তবে আমাদের কাছ থেকে কম দামে চাল কিনে কিছু পাইকার ও খুচরা বিক্রেতা বেশি দামে বাজারে বিক্রি করছে যা কাম্য নয়।’

তিনি বলেন, ‘মিল গেটে যেটুকু বেড়েছিলে, তা আবার কমানো হয়েছে। কমবেশি কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছিল, আবারেও দুই টাকা করে কমানো হয়েছে। মিল থেকে মিনিটেক চাল এখন বিক্রি হচ্ছে ৬২ টাকা কেজি যা বেড়ে ৬৪ টাকা হয়েছিল। দাম বৃদ্ধির আগে তা ৬১ টাকা ছিল।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবাব গ্রুপের কর্ণধার আকবর হোসেন, মোজাম্মেল হক অটো রাইস মিলের চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ফারুক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন, আতিক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিনসহ অন্যান্য চালকল মালিক।

এ বিভাগের আরো খবর