চুয়াডাঙ্গা-১ আসনের জনপ্রিয় নেতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ সিআইপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর অফিসে কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট দৈনিক গড়ব বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ সিআইপি নির্বাচনোত্তর শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
এ সময় দুজন দুজনকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন ও একসঙ্গে দৃঢ় প্রত্যয়ে চুয়াডাঙ্গাসহ দেশের শিল্পাঙ্গন, সংস্কৃতি অঙ্গন, শিক্ষাঙ্গনসহ সকল উন্নয়নে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের এম এ রাজ্জাক খান রাজের মাধ্যমে শুভেচ্ছা জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলের সবাইকে নেত্রীর নির্দেশে চলতে হবে। নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধী দল ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করে আওয়ামী লীগ।’
তিনি আরও বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনার হাত ধরে যে উন্নয়ন ঘটেছে তা অব্যাহত রাখতে আবারও দেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে জনগণ। কিন্তু বিএনপি-জামায়াত সে উন্নয়ন চায় না। এই উন্নয়ন চলমান রাখতে শেখ হাসিনার উপর ভরসা ও আস্থা রাখুন।’
এ সময় আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ সিআইপি বলেন, ‘বর্তমান সরকারের মন্ত্রী পরিষদে সকলকে শুভেচ্ছার সঙ্গে বর্ষীয়ান রাজনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমানুষের আস্থাভাজন নেতা ওবায়দুল কাদের এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। উন্নয়নের স্বার্থে বিগত বছরগুলোতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে সড়ক ও সেতু বিভাগসহ বিভিন্ন খাতে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। এটি অব্যাহত থাকলে বাংলাদেশ হবে উন্নত ও আধুনিক স্মার্ট দেশ।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী দিনের বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে চলেছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আমরা তার সহযোদ্ধা হিসেবে ছিলাম, আছি ও আগামীতেও থাকব।’