বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংকিং খাত দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে: সিপিডি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৩ ডিসেম্বর, ২০২৩ ১৫:০৩

ড. ফাহমিদা খাতুন বলেন, ‘…একটা শক্তিশালী ব্যাংকিং খাত, এটার আশা কি আমাদের আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে কি না, এ রকম একটা দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্লেষণ করছি। আবার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন যেটা বারবারই একই ধরনের তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। কারণ কী? এই যে ব্যাংকিং খাতের যে দুর্বলতা, এটা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে।’

ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতাগুলো বাড়ছে বলে অভিমত দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

‘বাংলাদেশের অর্থনীতি ২০২৩-২৪: চলমান সংকট ও করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটি এ অভিমত দেয়।

সিপিডির ফেসবুক পেজে শনিবার সকালে ব্রিফিংটি লাইভ করা হয়। এতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘…একটা শক্তিশালী ব্যাংকিং খাত, এটার আশা কি আমাদের আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে কি না, এ রকম একটা দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্লেষণ করছি। আবার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন যেটা বারবারই একই ধরনের তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। কারণ কী? এই যে ব্যাংকিং খাতের যে দুর্বলতা, এটা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে।’

ব্যাংকিং খাতের ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘এটার যে ব্যবস্থাপনা, এখানে অ্যাগেইন বিভিন্ন যে নীতিমালাকে প্রভাবিত করার জন্য বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী স্বার্থ কাজ করে এবং যার কারণে আমরা দেখছি যে, ব্যাংকের যে কিছু কিছু সূচক, একটা ব্যাংক ভালো থাকার জন্য যে সূচকগুলো থাকে, যেটা আপনারা জানেন যে, সেগুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে বহুল আলোচিত, সেটি হচ্ছে যে আসলে খেলাপি ঋণ; নন পারফর্মিং লোন। তো এই খেলাপি ঋণের যে বোঝা, এটা তো দিন দিন বেড়েই চলছে।’

এ বিভাগের আরো খবর