৫৩তম বিজয় দিবস উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষক ও কৃষি খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতার পরিসর ত্বরান্বিত করতে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে পদ্মা ব্যাংক ও আই ফার্মার।
এটি পদ্মা ব্যাংকের সঙ্গে আই ফার্মারের নতুন এক অংশীদারত্ব, যা আই ফার্মারের কৃষকদের অর্থায়ন সুবিধাগুলো আরও সহজ করে দেবে।
আই ফার্মার কৃষি খাতের উন্নয়নে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি কিনে নেয়ার পাশাপাশি কৃষি সরঞ্জাম সম্পর্কিত সেবা প্রদান করে আসছে।
দুই প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন আই ফার্মার মার্কেটিং অ্যান্ড অ্যাগ্রি ইনপুটের প্রধান রিয়াসাত হায়দার, পদ্মা ব্যাংকের ইভিপি ও হেড অব এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন মো. রিয়াজুল ইসলাম।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই ফার্মারের সহপ্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জামিল এম আকবর, পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান এবং পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, পদ্মা ব্যাংকের ইভিপি হেড অব এইচআরডি ও চিফ কমিউনেকশান অফিসার শরিফ মইনুল হোসেনসহ প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা।