আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি (৪.৭ বিলিয়ন) ডলার ঋণের বহুল প্রতিক্ষিত দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ১০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। কিস্তির অর্থ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের হিসেবে যুক্ত হবে। এর বাইরেও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি, সাউথ কোরিয়া ও অন্যান্য উৎস থেকে আরোও প্রায় ৬২০ মিলিয়ন ডলার এ মাসেই যুক্ত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে।
এ অবস্থায় রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি ডলার সংকট কমে আসবে বলে প্রত্যাশা করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তবে এসব অর্থ যোগ হওয়ার আগেই বাড়তে দেখা গেছে বাংলাদেশের ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
লম্বা সময় ধরে কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে চলতি সপ্তাহে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এমন স্বস্তির খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাবে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বুধবার পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে যা ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩৫ মিলিয়ন বা সাড়ে ৩ কোটি ডলার।
রিজার্ভের আকার হিসেবে বৃদ্ধির পরিমাণ খুব বেশি না হলেও এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। বুধবার সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসে সবমিলে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার যুক্ত হবে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে। তাতে খরচ বাদ দিয়েও মাস শেষে রিজার্ভ বাড়বে বলে আশাবাদ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র।