দ্বিতীয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জব উৎসবে অংশ নিয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড।
দুই দিনের উৎসবে শিক্ষার্থীদের নজর কেড়েছে ব্যাংকটি।
পদ্মা ব্যাংকে চাকরি ও ইন্টার্নশিপ করার সুযোগ থাকছে ড্যফোডিল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চূড়ান্ত বর্ষ এবং সম্প্রতি গ্র্যাজুয়েশন সম্পন্ন করা অন্তত চার হাজার ২০০ চাকরিপ্রত্যাশীর।
উৎসবে পদ্মা ব্যাংকের মানবসম্পদ অপারেশন্স প্রধান এবং এফভিপি কাজী নাজিমুদ্দীন মোহাম্মদ নাফি বিজনেস টক সেশনে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন। সেখানে তিনি “চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস: বিজনেস লিডারশিপ ইন বাংলাদেশ’স ইভোলভিং মার্কেট” নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও জব উৎসবে পদ্মা ব্যাংকের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ কর্মকতারা উপস্থিত ছিলেন।
ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত দুই দিনব্যাপী এ জব উৎসব শেষ হয় শনিবার।