বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘স্বপ্ন’ সুপারশপে ছাড়ে মিলছে আলু, ডিম, মাছ-মাংসসহ দৈনন্দিন পণ্য

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ নভেম্বর, ২০২৩ ১৬:৪৫

‘স্বপ্নর’ ছাড় দেয়া পণ্য ও মূল্যতালিকা দেখতে ক্লিক করুন এ লিংকে।

ক্রমবর্ধমান বাজারদরে দিশেহারা ক্রেতাদের স্বস্তি দিতে বিশাল মূল্যছাড় নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’।

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, শুক্র ও শনিবার তাদের শপগুলো থেকে বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন।

‘স্বপ্নর’ ছাড় দেয়া পণ্য ও মূল্যতালিকা দেখতে ক্লিক করুন এ লিংকে

খোলা চাল, ডাল, চিনি, আলু, পিয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেয়া হবে না বলে জানিয়েছে স্বপ্ন । অসাধু ব্যবসায়ীরা যেন ছাড়ের সুযোগ নিয়ে বেশি পরিমাণ পণ্য কিনে কোনো ব্যবসা না করতে পারে সেজন্য সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে সর্বোচ্চ ২ কেজি করে আলু কিনতে পারবেন ক্রেতারা।

স্বপ্ন কর্তৃপক্ষ আরও জা্নায়, শুক্র ও শনিবার ট্রেসেমি ৫০০ মিলিলিটার শ্যাম্পু পাওয়া যাবে ৬৯০ টাকায় যার বাজারমূল্য ৭৭০ টাকা। হেড অ্যান্ড শোল্ডার ৩৪০ মিলিলিটার শ্যাম্পু পাওয়া যাবে ৫৩৬.২৫ টাকায় যার বাজার মূল্য ৫৯০ টাকা।

এছাড়া এসিআই ও পুষ্টি আটা ও ময়দার ২ কেজি প্যাকেটে ১৭ টাকা ছাড় থাকছে এবং ফ্লোরমার ব্র্যান্ডের কালার কসমেটিকসের পণ্য স্বপ্ন শপে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়ে।

এ বিভাগের আরো খবর