চলতি ২০২৩-২৪ অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৬ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে মঙ্গলবার এমন পূর্বাভাস দেয় দাতা সংস্থাটি।
সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর জিডিপি ৫ দশমিক ৬ শতাংশ হতে পারে। যা তার আগের অর্থবছরে ৬ শতাংশ ছিল। শুধু তাই নয় সংস্থাটি বলছে ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা বেড়ে দাড়াবে ৫ দশমিক ৮ শতাংশ।
ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। এ সময় বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। জাতীয় নির্বাচন, বেড়ে যাওয়া মূল্যস্ফীতি যার মধ্যে অন্যতম।
বিশ্ব ব্যাংক বলছে, রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ধীরগতি দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে।
প্রতিবেদনে আরোও উঠে এসেছে দক্ষিণ এশীয়ার মধ্যে সবচেয়ে ভালো প্রবৃদ্ধি হবে ভারতে ৬ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া মালদ্বীপ ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে চলতি অর্থবছরে।
২০২৩ সালে শ্রীলঙ্কায় প্রবৃদ্ধি ছিল নেতিবাচক মাইনাস ৩ দশমিক ৮ শতাংশ। ২০২৪ সালে দেশটি ঘুরে দাঁড়াবে, প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৭ শতাংশ।
এ সময় সাংবাদিকদের প্রশ্নে বিশ্বব্যাংক কর্মকর্তারা বলেন, সামনে নির্বাচন ঘিরে কিছু অনিশ্চয়তা রয়েছে। এ সময় প্রাইভেট সেক্টরের বিনিয়োগ আরও কমে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করে বিশ্ব ব্যাংক।