বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশাল থেকে রাতেই ভারতের পথে ১৯ টন ইলিশ

  • প্রতিবেদক, বরিশাল   
  • ২০ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৩৭

ভারতে ইলিশ রপ্তানির জন্য বরিশালের পাঁচটি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান চলতি মৌসুমে ৫০ টন করে মোট আড়াই শ’ টন ইলিশ রপ্তানি করবে। তারই প্রথম চালান হিসেবে ১৯ টন ইলিশ যাচ্ছে প্রতিবেশী দেশটিতে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বরিশাল থেকে ভারতে যাচ্ছে ১৯ টন ইলিশ। এ বছর বরিশালের ৫টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে মোট ২৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।

বানিজ্য মন্ত্রণালয় থেকে রপ্তানির অনুমতি পাওয়ার পর বুধবার প্রথম চালানে ১৯ টন ইলিশ ভারতের উদ্দেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রপ্তানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের মালিক নিরব হোসেন টুটুল।

বরিশাল মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল বলেন, ‘বরিশাল থেকে পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছে। সেগুলো হলো- মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও সী গোল্ড এন্টারপ্রাইজ।

ইলিশ নিয়ে বরিশালের মোকামে ব্যস্ত সময় কাটছে সংশ্লিষ্টদের। ছবি: নিউজবাংলা

প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ পাঠানোর অনুমতি পেয়েছে। অনুমতি পেয়ে প্রথম চালান বুধবার রাতেই বরিশাল নগরীর পোর্ট রোড মোকাম থেকে ভারতের উদ্দেশে রওনা হবে। প্রথম চালানে ১৯ টন ইলিশ যাচ্ছে। মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজ ওই ইলিশ রপ্তানি করছে। ইলিশের এই চালান বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে বলে জানান তিনি।

ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়াটা দেশের বাজারের জন্য ইতিবাচক বলেই উল্লেখ করেন পোর্ট রোডের আড়তদার জহির সিকদার। তিনি বলেন, ‘যশোর, সাতক্ষীরা ও আগরতলা হয়ে ভারতে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ইলিশ চোরাই পথে ভারতে পাচার হয়ে থাকে। বৈধভাবে রপ্তানির অনুমতি দেয়ায় এখন চোরাই পথে ইলিশ পাচার বন্ধ হবে। তখন স্থানীয় বাজারেও ইলিশের সরবরাহ বেশি থাকবে।’

এ বিভাগের আরো খবর