জন্মাষ্টমী উপলক্ষে বুধবার যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
আমদানি ও রপ্তানি কার্যক্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল জানান, জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আমদানি ও রপ্তানির কার্যক্রম বন্ধ থাকার কারণে দুই বন্দর এলাকায় আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক।
তিনি বলেন, ‘আটকে থাকা ট্রাকের বেশির ভাগে বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।’
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান জানান, জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ আছে।