ভারতে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জি২০ শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির সোমবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পূর্ব এশিয়ার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সোমবার বিকেলে সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ভারতে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
এই বিবৃতির অর্থ হলো চীনের প্রেসিডেন্ট শি চিনপিং যাচ্ছেন না ভারতে।
শি চিনপিং দ্বিতীয় বিশ্বনেতা, যিনি ভারতে জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না। এর আগে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বৈঠকে যোগ দেয়ার বিষয়ে অপারগতার কথা জানান।
শি কেন ভারতে যাচ্ছেন না, সে বিষয়ে কিছু জানায়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে জানানো হয়, ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় আসিয়ানের শীর্ষ সম্মেলনও বর্জন করতে পারেন শি চিনপিং। সেখানেও তার প্রতিনিধিত্ব করতে পারেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক্সে (একসময়ের টুইটার) এক পোস্টে জানায়, নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনে অর্থনীতি ও উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা, যৌথ সমৃদ্ধি ও প্রবৃদ্ধির প্রচারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর অপেক্ষায় আছে চীন।