স্বর্ণের দাম বাড়তে বাড়তে লাখের ঘর পার হয়ে গেছে। এ অবস্থায় কিছুটা স্বস্তির খবর দিলো বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস।
ভরিতে (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৭৫১ টাকা। নতুন নির্ধারিত দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা।
শুক্রবার থেকে নতুন এই দর কার্যকর হচ্ছে।
অবশ্য এরপরও এক ভরি ওজনের স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এক লাখ টাকার বেশি গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট এবং ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ৭ হাজার ৪৭৭ টাকার মতো ব্যয় করতে হবে।
এর আগে সবশেষ ২১ জুলাই থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। সে সময় সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭৮ টাকা। দেশের বাজারে এর আগে কখনও এতো বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম এখন থেকে বিক্রি হবে ৮ হাজার ৪৯০ টাকায়। অর্থাৎ প্রতি গ্রামে কমানো হয়েছে ১৫০ টাকা।
দেশের বাজারে অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে স্বর্ণ বিক্রি হয় ভরি হিসেবে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ২৭ টাকা।
বর্তমানে এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে ১ লাখ ৭৭৭ টাকা। সে হিসাবে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার কারণেই দাম সমন্বয় করেছে বাজুস।
শুধু ২২ ক্যারেট নয়, অন্য সব ধরনের স্বর্ণের দামই কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ১১০ টাকা। অর্থাৎ প্রতি ভরি কিনতে গুনতে হবে ৯৪ হাজার ৫৯৫ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন খরচ হবে ৮১ হাজার ৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৫৩৪ টাকা ভরি।
সব ধরনের স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। সবচেয়ে ভালো মানের রূপা প্রতি ভরি কিনতে আগের মতোই ১ হাজার ৭১৪ টাকা খরচ করতে হবে।
বাজুস নির্ধারিত স্বর্ণের নতুন এই দাম সারা দেশে একযোগে কার্যকর হবে শুক্রবার থেকে।