জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্র মালিকাধীন রূপালী ব্যাংকের উদ্যোগে গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। সংবাদ বিজ্ঞপ্তি।
এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর। মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, কমল ভট্টাচার্য্য, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাইন মইন ও এস. এম. দিদারুল ইসলামসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের উদ্যোগে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল, কালো ব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সব শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ এতিম, অসহায় ও দুস্থদের মাঝে সুষ্ঠুভাবে খাবার বিতরণে ব্যাংক কর্তৃপক্ষকে সহায়তা করেন।