বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাজারে আগুন, ডিম-সবজি-মাছের দাম বাড়ছেই

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ আগস্ট, ২০২৩ ১৮:৫৬

৬০ টাকার নিচে কোনো সবজি মিলছে না বাজারে। প্রতি কেজি সবজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম। এর মধ্যে সপ্তাহজুড়েই বাড়তি দামে বিক্রি হচ্ছে সহজলভ্য প্রোটিনের উৎস ডিম।

প্রতি হালিতে ৫ থেক ১০ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। সেসঙ্গে বাড়তি দামের পণ্যে যোগ হয়েছে পেঁয়াজ-রসুন, সবজি ও মাছ।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আমাদনি করা পেয়াজের দাম ১০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শুধু তাই নয়, ৬০ টাকার নিচে কোনো সবজি মিলছে না বাজারে। প্রতি কেজি সবজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

এদিকে মাছের দামও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে রুই-কাতলা কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া, পাঙ্গাসের কেজি ২২০ থেকে আড়ইশ টাকা। এ ছাড়া যোগান বাড়লেও দাম কমেনি ইলিশের। ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২০০ টাকায়। ৯০০ গ্রাম থেকে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ১৬০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

রামপুরা বাজারের মাছ বিক্রেতা আব্দুল খালেক বলেন, ‘বাজারে ইলিশ মাছের দাম বেশি থাকায় অন্য মাছের দামও কমছে না। এ ছাড়া অন্য নিত্যপণের দামও বেশি রয়েছে।’

এদিকে হঠাৎ বাজারে ডিমের দামে অস্থিরতা নিয়ে তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমান উল্লাহ জানান, চাহিদার তুলনায় বাজারে ডিমের সরবরাহ কম। এর ফলে দাম কিছুটা বেড়েছে। বৃষ্টিপাত কমলে, বাজারে শাক-সবজির সরবরাহ বাড়লে ডিমের ওপর থেকে চাপ কমবে। তখন হয়ত দাম কমতে পারে।

তবে ডিমের দাম বাড়লেও বাজারে মুরগির দামে সপ্তাহ ব্যবধানে খুব একটা হেরফের হয়নি। ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সোনালি বা কক মুরগির দাম কেজি ৩২০ থেকে সাড়ে ৩০০ টাকা।

এ বিভাগের আরো খবর