সোনালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক মতবিনিময় সভা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারের একটি হোটেলে শনিবার জেনারেল ম্যানেজারস অফিস, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণের আয়োজনে এ সভা হয়।
এ বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
জেনারেল ম্যানেজারস অফিস, চট্টগ্রাম উত্তরের জেনারেল ম্যানেজার মো. মুসা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেনারেল ম্যানেজারস অফিস চট্টগ্রাম দক্ষিণের জেনারেল ম্যানেজার মো. সাইফুল আজিজ।
সভায় জেনারেল ম্যানেজারস অফিস চট্টগ্রাম উত্তর ও দক্ষিণের আওতাধীন প্রিন্সিপাল অফিস প্রধান, করপোরেট শাখা প্রধান, ট্রেনিং ইনস্টিটিউট প্রধান এবং ১১০টি শাখার ম্যানেজার অংশ নেন।