বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংকিং খাতে পদোন্নতিতে ডিপ্লোমার শর্ত শিথিল

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৪ জুলাই, ২০২৩ ১৮:৪১

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডির এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘কোনো কর্মকর্তা যদি সিনিয়র অফিসার থেকে এক ধাপ উপরে প্রিন্সিপাল অফিসার হতে চান, তাহলে তার ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রির দরকার নেই। তবে তিনি যখন তার পরবর্তী আরও এক ধাপ উপরে অর্থাৎ এজিএম পদে যাবেন তখন তার ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।’

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় পাশ বাধ্যতামূলক করলেও এখন সেই নির্দেশনা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকিং খাত নিয়ন্ত্রক সংস্থার আগের দেয়া সার্কুলারে নতুনভাবে বলা হয়েছে, কর্মকর্তাদের এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স (আইবিবি) থেকে ডিগ্রি অর্জন বাধ্যতামূলক নয়।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জারি করা সার্কুলারের আগে নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে (পরীক্ষায়) উত্তীর্ণের বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত হবেন। তবে কর্মকর্তাদের তৎপরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে সার্কুলারের বর্ণিত নির্দেশনা অবশ্যই পরিপালিত হতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে। তবে বিআরপিডির আগের জারির আগে নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন তার অব্যবহিত পরবর্তী এক ধাপে অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রেফেশনাল এক্সামে উত্তীর্ণ বাধ্যবাধকতা হতে অব্যাহতি দেয়া হবে। ব্যাবস্থাপনা পরিচালক কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করা হবে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডির এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘কোনো কর্মকর্তা যদি সিনিয়র অফিসার থেকে এক ধাপ উপরে প্রিন্সিপাল অফিসার হতে চান, তাহলে তার ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রির দরকার নেই। তবে তিনি যখন তার পরবর্তী আরও এক ধাপ উপরে অর্থাৎ এজিএম পদে যাবেন তখন তার ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘এমন অনেকে রয়েছেন যার ছয় মাস পরেই পদোন্নতি পাওয়ার কথা ছিল। কিন্তু আগের সার্কুলারের জন্য তিনি পরবর্তী পদে যেতে পারছেন না। ফলে এক ধাপে পদোন্নতি পেতে এ শিথিলতা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে তার পরবর্তী ধাপে যাওয়ার জন্য অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।’

এ বিভাগের আরো খবর