বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিএসইর অভ্যন্তরেই ‘অনৈতিক লেনদেন’

  • সুলতান আহমেদ, ঢাকা    
  • ২৪ জুলাই, ২০২৩ ১৮:১৩

তবে এবার আর্থিক লেনদেনে প্রতারণার অভিযোগ উঠেছে খোদ ডিএসইর কিছু কর্মকর্তার বিরুদ্ধে। যদিও ডিএসই কর্তৃপক্ষ এখনই তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করতে আগ্রহী নয়। সোমবার এ বিষয়ে সর্তক করে নোটিশ পাঠানো হয়েছে প্রতিষ্ঠানটির কর্মচারীদের কাছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে তালিকাভুক্ত কয়েকটি ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে নানা অনিয়ম আর অনৈতিক লেনদেনের ঘটনা নতুন কিছু নয়। গ্রাহকের প্রায় ৬৬ কোটি টাকা গরমিলের ঘটনায় বন্ধ হয়ে গেছে বানকো সিকিউরিটিজ। অনিয়মের অভিযোগে আটক করা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে।

এর আগে একই রকম অভিযোগ ওঠে ক্রেস্ট সিকিউরিটিজের বিরুদ্ধে। টাকা আত্মসাতের অভিযোগ এনে রাস্তায় আন্দোলনে নামেন প্রায় ২১ হাজার বিও হিসাবধারী। অবশ্য আর্থিক লেনদেনে এমন ঘটনা প্রতিনিয়তই শিরোনাম হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে।

তবে এবার আর্থিক লেনদেনে প্রতারণার অভিযোগ উঠেছে খোদ ডিএসইর কিছু কর্মকর্তার বিরুদ্ধে। যদিও ডিএসই কর্তৃপক্ষ এখনই তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করতে আগ্রহী নয়। সোমবার এ বিষয়ে সর্তক করে নোটিশ পাঠানো হয়েছে প্রতিষ্ঠানটির কর্মচারীদের কাছে।

ডিএসইর মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন-অর-রশিদ পাঠান স্বাক্ষরিত এক আদেশে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনৈতিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, এরই মধ্যে একজনের বিরুদ্ধে বড় অংকের আর্থিক অনিয়মের লিখিত অভিযোগ পেয়েছে ডিএসই কর্তৃপক্ষ। শুধু তাই নয় অভিযুক্ত ব্যক্তি পাওনাদারের টাকা নিয়ে তা ফেরত দেয়নি বলেও অফিস সার্কুলারে বলা হয়েছে। বিষয়টিকে প্রতারণার শামিল হিসেবে উল্লেখ্য করেছে ডিএসই কর্তৃপক্ষ।

এ ছাড়াও ডিএসইর বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নিজেদের মধ্যে সুদের বিনিময়ে লেনদেন করছে যা কোনোভাবেই কাম্য নয় বলে আদেশে বলা হয়েছে। সবাইকে সাবধান করে চিঠিতে বলা হয়েছে, বাইরের কোনো ব্যক্তির কাছ থেকেও সুদের বিনিময়ে কোনো লেনদেন করা যাবে না। আদেশ অমান্য করে এই ধরনের লেনদেন করলে চাকরির বিধিমালা অনুযায়ী ডিএসই কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও আদেশে উল্লেখ্য করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার নিউজবাংলাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী ডিএসইর কোনো কর্মকর্তা-কর্মচারী বাইরে কোনো চাকরি কিংবা ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারবেন না, আমরা একজনের বিরুদ্ধে বাইরে পার্টনারশিপ ব্যবসার মাধ্যমে ২৫ লাখ টাকা অনিয়মের অভিযোগ পেয়েছি, তাই সবাইকে সাবধান করা হয়েছে।’

যে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তার নাম এখনই বলতে চান না উল্লেখ্য করে সাইফুর রহমান বলেন, “তিনি ডিএসইর কোনো ঊধ্র্বতন কর্মকর্তা নন।”

এছাড়া ডিএসইর অভ্যন্তরে কিছু কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সুদে লেনদেনের বিষয়েও কর্তৃপক্ষের কাছে অভিযোগ এসেছে বলেও জানান তিনি। তবে এসব বিষয় পুঁজিবাজারের সঙ্গে সর্ম্পকিত নয় বলেও দাবি করেন ডিএসইর ভারপ্রাপ্ত এমডি।

এ বিভাগের আরো খবর