বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নগদের বিএমডব্লিউ গাড়ি জিতলেন ঢাকার মাহবুব হায়দার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৮ জুলাই, ২০২৩ ২১:৪১

বিএমডব্লিউ বিজয়ী পালোয়ান মাহবুব হায়দার বলেন, ‘আমি ভাবতেও পারিনি এই বিএমডব্লিউ আমি পাব। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমি নিয়মিতই নগদে লেনদেন করি, তবে সুনির্দিষ্ট কোন লেনদেনের কারণে আজকে এই পুরস্কার পেলাম, সেটা আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাই।’

ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর পাঁচ মাস ধরে চলা বিএমডব্লিউ ক্যাম্পেইনের গাড়ি জিতেছেন শান্তা মারিয়াম ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের লেকচারার পালোয়ান মাহবুব হায়দার।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে লটারির মাধ্যমে গাড়ি বিজয়ী নির্ধারণ করা হয়।

বিএমডব্লিউ বিজয়ী পালোয়ান মাহবুব হায়দার বলেন, ‘আমি ভাবতেও পারিনি এই বিএমডব্লিউ আমি পাব। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমি নিয়মিতই নগদে লেনদেন করি, তবে সুনির্দিষ্ট কোন লেনদেনের কারণে আজকে এই পুরস্কার পেলাম, সেটা আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাই।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘যিনি আজ প্রথম হয়ে গাড়ি জিতলেন, আমি তাকে অভিনন্দন জানাই। প্রতিযোগিতায় হার-জিত থাকবেই। তাই আমি মনে করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা। তাই আজকে যারা বিএমডব্লিউ গাড়ি পায়নি, আমি তাদেরও অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘আমি আশা করি নগদের মাধ্যমে ডাক বিভাগ আবার ঘুরে দাঁড়াবে। আমার প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটিতে পরিণত করা। নগদ এই ক্যাশলেস সোসাইটি গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের নগদের এই বিএমডব্লিউ উপহার গ্রাহকদের উৎসাহিত করবে। তারা নগদকে আরও কাছে টেনে নেবে।’

নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক বলেন, ‘নগদ প্রতিবারই নতুন নতুন ক্যাম্পেইন করে। এবারের এই ক্যাম্পেইনে প্রায় আড়াই কোটি মানুষ অংশগ্রহণ করেছে। এবার আমরা ১০ হাজার গিফট দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘পাঁচ মাস ধরে চলা আমাদের এই ক্যাম্পেইনে বিজয়ী প্রথম তিনজনকে এখানে আমন্ত্রণ করেছি। তারা তিনজনই দর্শকের ভোটে নির্বাচিত হয়েছেন। আর এই তিনজনের মধ্যে লটারির মাধ্যমে প্রথমজন নির্বাচিত হয়েছেন। যিনি প্রথম হয়েছেন, তিনি ৪ লক্ষ ৭৩ হাজার ২৭ ভোট পেয়েছেন।’

নগদের এমডি আরও বলেন, ‘আজকে শেষ হলেও আগামীতে এর থেকে আরও কয়েক গুণ বড় প্রোগ্রাম আমরা করব। আমি সবার সামনে কমিটমেন্ট করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান, আমরা সেটা করতে অগ্রণী ভূমিকা পালন করব।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা অনন্ত জলিল ও বর্ষা।

এ বিভাগের আরো খবর