রাজধানী ঢাকার শ্যামলীতে যাত্রা শুরু করেছে ওয়ালটন মোবাইলের স্মার্ট পয়েন্ট ‘এ জে টেলিকম’।
শ্যামলী স্কয়ার সুপার মার্কেটে সম্প্রতি চালু হওয়া এ এক্সক্লুসিভ ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে ওয়ালটনের সব মডেলের স্মার্ট, ফিচার ফোন ও এক্সেসরিজ।
গ্রাহকপ্রিয়তা এবং দেশব্যাপী ওয়ালটন মোবাইলের চাহিদা বাড়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত ব্র্যান্ড শপ স্মার্ট পয়েন্ট চালু করছে ওয়ালটন। স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল সেবা মানুষের হাতের নাগালে নিয়ে আসাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ওয়ালটন মোবাইলের প্রায় এক ডজন স্মার্ট পয়েন্ট চালু করা হয়।
শ্যামলীর আগে মিরপুর-১০-এর রোকেয়া স্মরণীর মাতবর ম্যানশনে উদ্বোধন করা হয় ওয়ালটন মোবাইলের স্মার্ট পয়েন্ট ‘মোবাইল নীড়’।
‘এ জে টেলিকম’ ব্র্যান্ড শপের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন মোবাইলের হেড অফ বিজনেস ইন্টেলিজেন্স রেজাউল হাসান, ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ, রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরএন্ডআই) প্রধান শামীম ইসলাম ও ন্যাশনাল সেলস ম্যানেজার ওয়াহিদুজ্জামান।
ওয়ালটন মোবাইলের সিবিও আবু জাহিদ বলেন, ‘মোবাইল ফোন কেনায় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে ওয়ালটন মোবাইল। ক্রেতারা ওয়ালটনের পণ্য গ্রহণ করছেন বলেই ওয়ালটন দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত হয়েছে। এ জন্য ক্রেতাদের সুবিধা বিবেচনায় নিয়ে সারা দেশে মোবাইলের স্মার্ট পয়েন্ট খোলা হচ্ছে। দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ফোন ডিভাইস উৎপাদন ও বিপণনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা ও গুণগতমান উন্নয়নে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে ওয়ালটন।’
তিনি আরও বলেন, ‘ক্রেতাদের সর্বোত্তম বিক্রয়োত্তর সেবায় কোনো ছাড় দিচ্ছে না ওয়ালটন। এ প্রেক্ষিতে মোবাইল ফোনের সার্ভিস নিশ্চিতে ওয়ালটন ডিজি-টেকের সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর লক্ষ্মীবাজারে নগর সিদ্দিকী প্লাজায় সম্প্রতি চালু করা হয়েছে দেশের প্রথম ওয়ালটন মোবাইল টাচ পয়েন্ট। এভাবে ক্রেতাদের জন্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে সারা দেশে স্মার্ট পয়েন্ট চালুর পাশাপাশি সার্ভিস পয়েন্টও খোলা হচ্ছে।’
দেশের বিভিন্ন অঞ্চলের স্মার্ট পয়েন্টগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে এসব ব্র্যান্ড শপে ক্রেতারা আগ্রহের সঙ্গে ভিড় করছেন। ব্যাপকহারে বিক্রি হচ্ছে ওয়ালটনের মোবাইল ফোন।
বেস্ট সেলার হিসেবে ইতিমধ্যেই ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছে মিরপুর-১০-এর শাহ আলী প্লাজায় ওয়ালটনের স্মার্ট পয়েন্ট ‘জুহী ইলেকট্রনিক্স’। এ উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।