এশিয়া মানি অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছে ঢাকা ব্যাংক। বাংলাদেশের সেরা করপোরেট ব্যাংক হিসেবে ব্যাংকটি এ পুরস্কার অর্জন করে।
এতে ঢাকা ব্যাংক আবারও বাংলাদেশের সেরা করপোরেট ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল।
ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এমরানুল হকের ব্যতিক্রমী নেতৃত্বে ব্যাংকটি দেশীয় করপোরেট, বহুজাতিক কোম্পানি, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও পাবলিক সেক্টর গ্রাহকদের জন্য সর্বোচ্চ ব্যাঙ্কিং সেবা দিয়ে ব্যাংকিং খাতে একটি পাওয়ার হাউস হিসেবে অবস্থানকে দৃঢ় করেছে।
গার্মেন্টস সেক্টর, ইঞ্জিনিয়ারিং, নির্মাণ, বিদ্যুৎ, গ্যাস ও ভোক্তা অর্থায়নের মতো খাতগুলোতে বাংলাদেশের প্রধান সমষ্টিকে অন্তর্ভুক্ত করে একটি ক্লায়েন্ট বান্ধব ব্যাংক হিসেবে ঢাকা ব্যাংক ২০২২ সালে অনেক উল্লেখযোগ্য লেনদেনের অগ্রভাগে রয়েছে।
বসুন্ধরা ওয়েল ও গ্যাসের মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর জন্য সিন্ডিকেটেড মেয়াদি ঋণ সুবিধা থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনকারী টেকসই প্রকল্পের জন্য ঋণের ব্যবস্থা, সবুজ অবকাঠামো উন্নয়ন এবং সবুজ অর্থনীতির উন্নয়নে সহায়তা করতে ঢাকা ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
বর্ধিত সম্পদ, ঋণ ও আমানতের সঙ্গে আর্থিক প্রবৃদ্ধির পাশাপাশি, ঢাকা ব্যাংক সামাজিক ও পরিবেশগত দায়িত্বকেও অগ্রাধিকার দিয়েছে।
ক্যাশ ম্যানেজমেন্টের জন্য সি-সলিউশন অ্যাপ এবং রিয়েল-টাইম রিকন্সিলিয়েশনের জন্য কেন্দ্রীয় ওভার-দ্য-কাউন্টার প্ল্যাটফর্মের মতো উদ্ভাবনী সেবা নিয়ে এসে ঢাকা ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং পরিষেবায় বিপ্লব নিয়ে এসেছে।
এ ছাড়া প্রযুক্তিগত অগ্রগতির প্রতি ঢাকা ব্যাংক এআই-ভিত্তিক তাত্ক্ষণিক ঋণ বিতরণের প্ল্যাটফর্ম ই-রিন চালু এবং মাসিক ন্যানো সেভিংস স্কিমের জন্য বিকাশের সঙ্গে তাদের সহযোগিতার মাধ্যমে সারা দেশের গ্রাহকদের উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকা ব্যাংক।