বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদের কেনাকাটার তালিকায় ওয়ালটনের ফ্রিজ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৫ জুন, ২০২৩ ১৪:১৭

ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ জানান, সার্বিক বিবেচনায় এবারের কোরবানি ঘিরে ফ্রিজ বিক্রি ভালো হচ্ছে। প্রতি বছরের মতো এ ঈদেও ফ্রিজের বাজারে আধিপত্য ওয়ালটনের।

ঈদুল আজহায় কোরবানির মাংস সংরক্ষণের চিন্তায় ফ্রিজ কিনতে ক্রেতারা ছুটছেন ইলেকট্রনিক্সের শো-রুমগুলোতে। শেষ সপ্তাহে ওয়ালটনের শো-রুমগুলোতে ক্রেতাসমাগম চোখে পড়ার মতো।

পছন্দের ফ্রিজ কিনতে ঈদের আগ মুহুর্তে ওয়ালটনের শো-রুমে ভিড় করছেন ক্রেতারা। শো-রুমের বিক্রয় প্রতিনিধিরাও বাড়তি ক্রেতা সমাগম ভালোভাবেই সামাল দিচ্ছেন।

ওয়ালটন ফ্রিজ বিক্রির এমন চিত্রের কথা জানান চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বগুড়া, সিলেট, নরসিংদীসহ দেশের অন্যান্য অঞ্চলের ওয়ালটনের বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকরা।

তারা জানান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ক্রয়ক্ষমতা অনুযায়ী বাজারে রয়েছে ওয়ালটনের ২৫০টিরও বেশি মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর ও ফ্রিজার।

ইনভার্টারের মতো আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ফিচার ও ডোরসমৃদ্ধ অর্ধ-শতাধিক নতুন মডেলের ফ্রিজ বাজারে রয়েছে। ওয়ালটন ফ্রিজ দামে সাশ্রয়ী। রয়েছে দেশের সর্ববৃহৎ সার্ভিস নেটওয়ার্কের আওতায় দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।

ওয়ালটন শো-রুমের বিক্রয় প্রতিনিধিরা জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী চলা ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮-এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ক্রেতারা গাড়িসহ লাখো উপহার পাচ্ছেন।

ইতিমধ্যে গাড়ি উপহার পেয়েছেন চারজন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার হাসান আহামদ, যশোরের শার্শার শ্রী রতন লাল বাসফোড়, নওগাঁর খাদিজা বিবি ও নারায়ণগঞ্জের মাসুদ করিম।

এ ছাড়া ওয়ালটন ফ্রিজ, টিভিসহ অন্যান্য উপহার পেয়েছেন অনেকে। এ জন্যও ঈদের আগে পছন্দের ফ্রিজ কিনতে ওয়ালটনের শো-রুমে ভিড় বাড়ছে।

ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ জানান, সার্বিক বিবেচনায় এবারের কোরবানি ঘিরে ফ্রিজ বিক্রি ভালো হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা, গরমের প্রখর উত্তাপ, ঈদের আগে বন্যা এবং করোনার প্রভাব না থাকায় এ বছর ফ্রিজের বাজার চাঙ্গা।

তার দাবি, প্রতি বছরের মতো এ ঈদেও ফ্রিজের বাজারে আধিপত্য ওয়ালটনের। এর মধ্যে গত কোরবানির চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি ফ্রিজ বিক্রি হয়েছে। ছাড়িয়ে গেছে ঈদ কেন্দ্রিক লক্ষ্যমাত্রা। এ দিকে বার্ষিক ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রারও প্রায় ৬৫ শতাংশ পূরণ হয়ে গেছে।

ওয়ালটন ফ্রিজের বিক্রয় প্রতিনিধিরা জানান, ওয়ালটন রেফ্রিজারেটরে ইনভার্টারের মতো বিশ্বের লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে ৭০ শতাংশ পর্যন্ত।

এ ছাড়া ফ্রিজের কম্প্রেসরে ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব R600A রেফ্রিজারেন্ট। নিজস্ব কারখানায় উচ্চমানের টেম্পারড গ্যাসে তৈরি হচ্ছে গ্যাসডোর ফ্রিজ।

ওয়ালটন ফ্রিজে ব্যবহৃত সিন্থোফ্রেশ টেকনোলজি খাবার সতেজ রাখে ৩০ দিন পর্যন্ত। এ ছাড়া ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তি, ওয়াইড ভোল্টেজ রেঞ্জ, কুল প্যাক (বিদ্যুৎ ছাড়াই ফ্রিজের অভ্যন্তর দীর্ঘক্ষণ ঠান্ডা রাখার প্রযুক্তি), ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ প্রতিরোধক থ্যালেট ফ্রি গ্যাসকেট, ইন্টেলিজেন্ট ইনভার্টার, আইজিটির (ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর) ব্যবহার করায় ওয়ালটন ফ্রিজ টেকসই, বিদ্যুৎসাশ্রয়ী, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত।

এ ঈদে বাজারে পাওয়া যাচ্ছে ওয়ালটনের ২৫০টিরও বেশি মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর ও ফ্রিজার। এর মধ্যে ঈদকে সামনে রেখে আধুনিক ডোর ও ফিচারসমৃদ্ধ অর্ধশতাধিক নতুন মডেলের ফ্রিজ বাজারে ছেড়েছে ওয়ালটন।

এ ঈদে ওয়ালটন ৩২৫ লিটার ধারণক্ষমতার ভার্টিক্যাল ফ্রিজার, ২৫৫ লিটার ধারণক্ষমতার কনভার্টিবল মুডসমৃদ্ধ ফ্রিজার, 8-in-1 কনভার্টিবল মুডসমৃদ্ধ ৬৪৬ ও ৬১৯ লিটারের সাইড বাই সাইড ডোরের জায়ান্টটেক সিরিজের জিটি প্রো ও জিটি মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর বাজারে এনেছে।

সর্বোচ্চ কনভার্টিবল মুডসমৃদ্ধ ওয়ালটনের এসব ফ্রিজের রেফ্রিজারেটর ও ফ্রিজার কম্পার্টমেন্টের কুলিং পারফরমেন্স গ্রাহক তার পছন্দমত সেট করতে পারবেন। এতে বিদ্যুৎ খরচও অনেক কম হবে।

ক্রেতারা ওয়ালটনের ৫০ লিটার থেকে ৬৪৬ লিটার ধারণক্ষমতা পর্যন্ত রেফ্রিজারেটর ও ফ্রিজার (ডিপ ফ্রিজ) ১৫ হাজার থেকে ১ লাখ ৪৩ হাজার টাকার মধ্যে কিনতে পারছেন।

ওয়ালটনের এসব ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা দেয়া হয়।

গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে ওয়ালটনের রয়েছে সার্ভিস এক্সপার্টস টিম ও আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম।

এর আওতায় দেশব্যাপী বিস্তৃত ৮০টিরও বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকদের দ্রুততার সঙ্গে বিক্রয়োত্তর সেবা দেয়ার চেষ্টা করে ওয়ালটন।

এ বিভাগের আরো খবর