ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টরসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসানুল আলম। সোমবার ব্যাংকের ৩২৪তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে।
এর আগে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আহসানুল আলম। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড থেকে স্নাতক এবং এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন।
আহসানুল আলম হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান এবং আর্টসি হোল্ডিংস লিমিটেড, শাইনিং অ্যাসেটস লিমিটেড, অ্যাফিনিটি অ্যাসেটস লিমিটেড, ওয়েস্কো লিমিটেড, মেরিনা অ্যাসেটস লিমিটেড এবং ক্রাফট হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার-আই লিমিটেডেরও পরিচালক তিনি।
তরুণ শিল্প উদ্যোক্তা আহসানুল আলম গতিশীল নেতৃত্ব দিয়ে টেক্সটাইল, গার্মেন্টস ও ট্রেডিং খাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন। সর্বোচ্চ করদাতা হিসেবে তিনি পরপর দু’বার জাতীয় রাজস্ব বোর্ড (এরবিআর) কর্তৃক পুরস্কৃত হয়েছেন।
চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই সফল ব্যবসায়ী-উদ্যোক্তা। সংবাদ বিজ্ঞপ্তি।